বিশেষ প্রতিবেদকঃচট্রগ্রাম নগরীর জুবলী রোড (৩ পুলের মাথা) পুরাতন স্টেশন রোড, নিউমার্কেট থেকে অমর চাঁদ রোড, কালী বাড়ী মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় ২৮টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
চসিক সূত্র জানায়, ওই সড়কে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এসব জরিমানা করা হয়েছে। তাছাড়া চট্রগ্রাম নগরীর যেসব এলাকার সড়কে অবৈধ দখল রয়েছে সেখানে চসিকের অভিযান অব্যহত থাকবে।