সন্ধ্যায় জেলার বিভিন্নস্থানে কোরবানির মাংস বিক্রির দৃশ্য পরিলক্ষিত হয়। জানা যায়,কোরবানী গরু জবাই করার পর পরই শহরে-গ্রামে-গঞ্জে,পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে অনেক গরিব অসহায় নারী পুরুষ, মাংস চেয়ে নেয়। মাংস সংগ্রহকৃতদের অনেকেই এসব মাংস বিক্রি করে দেয়। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা মাংস সংগ্রহ করতে আসে তারাই সংগ্রহকৃত মাংস বিক্রি করে চলে যায়। এছাড়া অনেকে ব্যাচেলর জীবন যাপন করে তারা সংগ্রহকৃত মাংস বিক্রি করে দেয়। বিভিন্ন মোড়ে গিয়ে দেখা যায় মাংস বিক্রি করছে অনেক নারী পুরুষ। কিনেও নিচ্ছেন অনেকে।বিশেষ করে যারা কোরবানি করনি এবং বিভিন্ন খাবার হোটেল ব্যবসায়ীরা। থলে ভর্তি ৬/৭ কেজি ওজনের মাংস ৮০০-১২০০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। মাংস বিক্রেতা জামাল বলেন,যেখানে থাকি সেখানে মাংসগুলো নিয়ে যেতে কষ্ট হবে তাই বিক্রি করে দিচ্ছি। আরেক বিক্রেতা নাছির বলেন,ভাড়া বাসায় থাকি একা,এতগুলো মাংস কি করব তাই বিক্রি করতে ্নিয়ে আসলাম। মাংস ক্রয় করতে আসা ইসহাক বলেন,এ সময় সস্তা দামে মাংস পাওয়া যায়,তাই কিনে নিচ্ছি।ছবি-সংগ্রহকৃত
Discussion about this post