নগরের কোতোয়ালীর ব্রিজঘাট মেরিনার্স রোড থেকে দেড় হাজার ইয়াবাসহ তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। রবিবার (৬ জুন) বিকেলে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন মো. মনছুর আলম (২৬), মো. মামুন (২৮) ও মো. আনোয়ার হোসেন (৩৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, শনিবার রাত ১২টার দিকে ব্রিজঘাট এলাকার এসআলম দিপোর সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে দুই বিক্রেতাকে আটক করা হয়েছে।
পরে তাদের তথ্যে হালিশহর থেকে মাদক মামলার আসামি আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post