৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন মো. মনু মিয়া (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজার জেলা সদরের বৈদ্যঘোনা এলাকার মৃত নূর আহম্মদের ছেলে মনু মিয়া মাদকের মামলায় দুই বছরের সাজা ভোগ করছিলেন। শুক্রবার (১৩ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে রেফার করা হয়।