বিশেষ প্রতিনিধিঃকক্সবাজার শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন শহরের তারাবনিয়ারছড়ার বাসিন্দা নুরুল ইসলাম (৬৪)। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৯তম বিসিএস চিকিৎসা ক্যাডার ডা. ইনজামাম উল ইসলামের বাবা। ডা. ইনজামাম উল ইসলাম কক্সবাজারের রামু হাসপাতালে কর্মরত। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ডাক্তারের পিতা মারা যান।
চিকিৎসক ছেলে ডা. ইনজামাম উল ইসলাম নিজেই কক্সবাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেও করোনা ‘পজিটিভ’।
গত ২০মে বাবা নুরুল ইসলাম ও ছেলে ডা. ইনজামাম উল ইসলাম করোনার নমুনা জমা দিয়েছিলেন। পরদিন ২১ মে রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চিকিৎসক ছেলে বাবাকে নিয়ে ঢাকায় চলে যান। তিনি ও নিজের বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করান।
মরহুম নুরুল ইসলাম কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় স্থায়ী ভাবে বসবাস করলেও তিনি সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার মরহুম বশির আহমদের বড় ছেলে।
সূত্র জানায় এ নিয়ে কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো। এদের মধ্যে কক্সবাজার শহরে ৭ জন, রামু উপজেলায় একজন মহিলা ও চকরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মচারী ও রয়েছেন।