৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনিজ পারিবারিক কবরস্হানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী। দুপুর ২ টায় তার নিজ গ্রাম লোহাগাড়া রশিদার পাড়ার পশ্চিমে রেলওয়ে মাঠে নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়
জানাজায় উপস্থিত ছিলেন – ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,স্থানীয় সাংসদ আবু রেজা নদভী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেহ্ উদ্দিন,প্রচার সম্পাদক নুরুল আবছার লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, উপজেলা ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার।এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী জানাজায় অংশ নেন।শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার জনগন ।