নওগাঁ জেলা প্রতিনিধি; নওগাঁর সাপাহারে আরও চারটি চোরাই মোটরসাইকেল সহ মোঃ জিএম আলী (৩৭) নামে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। আটক জিএম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সোমবার বিকেল ৫ টায় সাপাহার থানা চত্ত্বরে এক প্রেস বিফিংএ সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার সাংবাদিকদের জানান, ২২ আগস্ট তিনটি মোটরসাইকেল সহ গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার নির্দেশনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নের্তৃত্বে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর তত্ত্বাবধানে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।