৭১ বাংলাদেশ ডেস্কঃ সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা মূল স্থাপত্য নকশা দেখেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এ সময় উপস্থিত ছিলেন।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির সংসদ ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত বর্ণনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নকশা এবং নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময়ে তিনি নকশা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
অন্যান্যের মধ্যে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্যানসেলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভবনের নকশা ও ফটোগ্রাফ সম্বলিত সফটকপির ফ্লাস ড্রাইভ ২০১৭ সালের ৪ জুলাই সংসদ সচিবালয়ে পৌঁছায়।