জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জালালাবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন এর কার্যালয়ে ১ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে। সোমবার (১লা আগস্ট) বিকাল ৪টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ গ্যাস ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
এসময় বক্তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। দাবিগুলো হলো- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জীবন যাপনের ব্যয় নির্বাহের জন্য কর্মচারিগণের অধিকাল ভাতার পরিমাণ বৃদ্ধিকরণ, কোম্পানির সাংগঠনিক কাঠামোর অনুমোদন প্রক্রিয়া বাস্তবায়ন করতঃ কর্মচারিগণের পদোন্নতি প্রদান ও নামাজ আদায়ের সুবিধার্থে কোম্পানির প্রধান কার্যালয়ে একটি মসজিদ নির্মাণ।
অবস্থান কর্মসূচী চলাকালে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন এর নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন জালালাবাদ গ্যাস এর জি এম মনজুর আহমদ চৌধুরী, মো. আব্দুল্লাহ, জাকির হোসেন, এবি এম শরিফ, মো. শহিদুল ইসলাম, সোহরাব হোসেন।
দীর্ঘ আলোচনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি দাওয়া বাস্তবায়নে আশ্বস্ত করলে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং-চট্ট-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. শাহনোয়াজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. জবারকমিয়া, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী, সিনিয়র টেকঃ কাম সুপারভাইজার ফকির মাহবুব মোর্শেদ, জুনিয়র টেকনিশিয়ান মো. কোরবান আলী, মো. মফিজ উদ্দিন, উঃ-টেক কাম সুপার মো. আমির হোসেন, মো. ওসমান গণি, মো. খালিদুজ্জামান, মো. তাজুল ইসলাম বাবুল, উর্ধ্বতন গাড়ী চালক মো. আকবর আলী, মো. রাজিউর রহমান, কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেন, আব্দুল কাদির, অফিস সহকারি খন্দকার খাইরুল ইসলাম, সার্ভেয়ার, মো. ইসলাম উদ্দিন প্রমূখ।
Discussion about this post