রউফুল আলম:নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন উপ- পরিচালক (ডিডিএলজি) স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী আব্দুল মোতালেব সরকার, তার সঙ্গে ছিলেন এলজিএসপি-৩ (ডিএফ) আবু হেনা গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান ,ইউপি সচিব সুবাস চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা রানী দত্ত, ডিজিটাল সেন্টারের উদোক্তা, মিলকী আক্তার ও শফিকুল ইসলাম প্রমুখ ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, ৮ এপ্রিল সকালে অত্র ইউনিয়ন পরিষদের সার্বিক আয়-ব্যয় হিসাব-নিকাশ, নথি ব্যবস্থাপনা, গ্রাম -আদালতের কার্যক্রম এলজিএসপি-৩ প্রকল্পের উন্নয়ন মূলক কাজ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর ব্যাংকিং সেবা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুর জন্ম নিবন্ধন জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুকে নিবন্ধিত করার পরামর্শ প্রদান করেন।