রুবেল হোসাইন সংগ্রাম,রংপুর:অবশেষে গত বৃহস্পতিবার নির্মানাধীন ফিলিং ষ্টেশনের সিঁড়িতে গলায় ফাঁস লাগানো অজ্ঞাত সেই যুবকের পরিচয় নিশ্চিত করলো মিঠাপুকুর থানা পুলিশ।ঝুলন্ত সেই যুবকের নাম গাজীউর রহমান(২২)। বাবার নাম মোঃ নাজীর রহমান। পঞ্চগড় জেলার সদরে তার বাড়ী। সে টাঙ্গাইলে একটি মুরগীর খামারে শ্রমিক হিসাবে কাজ করতো।মিঠাপুকুর থানা পুলিশের এসআই মিজান জানান-গত বুধবার সে খামারের মালিকের কাছ থেকে পাঁচ দিনের ছুটি এবং২৮০০ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।মামলার তদন্তকারী কর্মকতা মিজান আরও জানান-তিনি গাজীউরের বাবা মা কাছ থেকে এবং আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারেন-এটা সম্ভবত আত্মহত্যা,কারন গাজীউরের গ্রামে গত ১মাসে প্রায় দশটি আত্মহত্যা সংঘঠিত হয়েছে।তিনি আরও বলেন-ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে?এটি হত্যা! না আত্মহত্যা!
Discussion about this post