টাঙ্গাইল ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সরকারী যদুনাথ স্কুল ময়দানে (হাসপাতাল মাঠ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আক্তার, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন , প্রধান শিক্ষক (অবঃ)শম্ভু নাথ সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানুল কবির মুকুল, সাধারন সম্পাদক হারুন-অর-রশিদসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।