মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)ব্যুরোঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে ফুলের নৌকা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিল নাগরপুর উপজেলা আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার ২৭-১১-১৮ইং, সকালে নাগরপুর উপজেলার দলীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তাকে ফুলের তৈরি নৌকা উপহার দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.কুদরত আলী।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল সাহার সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, সদস্য এড. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান তুহিন প্রমূখ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন যারা এখনও ঘরে বসে আছেন আমার ডাকের অপেক্ষায় রয়েছেন, নৌকার পক্ষে কাজ করতে দ্বিধায় ভূগছেন। তারা অনেক ভূল করছেন কারন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই নির্বাচনে নামার ডাক দিয়েছেন। তাই কোন দ্বিধায় না থেকে নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা বিজয়ী হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।