নাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপী স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি। সোমাবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুর আলম খান, বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএস আই আর ঢাকা ফরিদ আহম্মেদ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএস আই আর ঢাকা আজিজুল হক, মো. মোতালেব হোসেন ।
অতিথি বৃন্দরা উপজেলা চত্বরের বিভিন্ন স্টল পরিদর্শন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার সকল কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।