কুমিল্লা দেবীদ্বারে রাজামেহার ইউনিয়নে সচ্ছল পরিবারে টিসিবি’র অধিকাংশ কার্ড, কিন্তু নিম্ন আয়ের মানুষ গুলো টিসিবি’র কার্ড না পেয়ে ক্ষোভ প্রকাশ করার অভিযোগ উঠেছে এলাকায়। উপজেলার রাজামেহার ইউনিয়নে টিসিবির কার্ডের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন রাজামেহার ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নবাগত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার।
রাজামেহার হাইস্কুল ও কলেজ মাঠ পয়েন্টে গত ২২ মার্চ রোববার (সকাল ১০ টা) থেকে টিসিবির কার্ডের পণ্য দেওয়া শুরু করা হয়।
হতদরিদ্র পরিবারের সদস্যরা কার্ড না পেয়ে জানান, আমরা কামলা হতদরিদ্ররা কার্ড পাইনি , জনপ্রতিনিধিদের ভাই ভাতিজাসহ একই পরিবারে দুই থেকে তিনটি টিসিবির কার্ড রয়েছে বলেও অভিযোগ উঠেছে এলাকায়।
রাজামেহার ইউনিয়নে তালিকাভুক্ত কার্ডের সংখ্যা ৮৩৬ টি তার মধ্যে শতকরা ৬০% কার্ড দারি ব্যক্তি রয়েছেন প্রভাবশালী ও বিশিষ্ট ব্যবসায়ী তাছাড়াও কার্ডদারীদের মধ্যে অনেকের বাড়িতে রয়েছে তিন তলা ফাউন্ডেশন ফ্লাট বাড়ি। এছাড়াও পয়েন্টে দেখা গেছে লাইনে দাঁড়ানো রয়েছে নিম্ন আয়ের লোকজন অথচ তালিকাভূক্ত রয়েছেন প্রভাবশালী ব্যক্তিদের নাম। ওই সকল ব্যক্তিরা লাইনে না দাড়িয়ে নিম্ন আয়ের কার্ডধারীদের দিয়ে টিসিবির মালামাল সংগ্রহ করেছেন। এমনকি তাদের সন্তান দিয়ে সংগ্রহ করেন। টিসিবির তালিকায় কিছু দরিদ্র মানুষের নাম থাকলেও তাদের মধ্যে অনেকেই টিসিবির পণ্য পায়নি। তাদের দাবি এই টিসিবির পন্য গুলো জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থাকা সুবিধাভোগী কিছু ব্যক্তিরা নিয়ে গেছে। জনপ্রতিনিধিরা সরকারের বেঁধে দেওয়া নিয়ম-নীতির তোয়াক্কা না করেই জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজন ও অতি কাছে ব্যক্তিদের নাম দিয়ে তালিকাভুক্ত করেন।
এদিকে দেখা যায়, বেশ কয়েকটি নামে রয়েছে দুইটি টিসিবির কার্ড এবং একই পরিবারে রয়েছে একাধিক কার্ড। আবার তালিকার মধ্যে অনেকের নাম থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে জানা যায় তারা টিসিবির ন্যায্য মূল্যে পণ্য পায়নি। তাদের টিসিবির পণ্য কে বা কাহারা নিয়েছে তাও জানেনা তারা।
এ ঘটনায় রাজামেহার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সাধারণ লোকজনের অভিযোগ টিসিবির কার্ড পাচ্ছে প্রভাবশালী ও বড় বড় ব্যবসায়ীরা।
সুশীল সমাজ বলেছেন, টিসিবির কার্ডের তালিকা স্বজনপ্রীতি হয়েছে। স্বজনপ্রীতি আমাদের সমাজে এক ভয়ানক ব্যাধির নাম। যা ছড়িয়ে যাচ্ছে দেশের রন্ধ্রে রন্ধ্রে এবং ধ্বংস করে দিচ্ছে ন্যায়বিচার, ন্যায়নীতি ও নিরপেক্ষতার আদর্শ।
রাজামেহার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ও তিনি ফোন রিসিভ করেননি ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে টিসিবির পণ্য কেনার জন্য পারিবারিক পরিচিতি কার্ড দেওয়া হয়েছে তালিকাভুক্ত ৮৩৬ জন।
তাদের কাছে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ১১০ টাকা লিটার, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা, পেঁয়াজ কেজি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা বাজার দরের চেয়ে কম৷ বিশেষ করে সয়াবিন তেল এখন বাজারে বিক্রি হচ্ছে ১৬৮ টাকা প্রতি লিটার৷
Discussion about this post