হাবিবুল ইসলাম হাবিবঃটেকনাফে ১২হাজার একর বনভূমি রক্ষায় ১৯১জন পুরুষ সদস্য এবং ২৮জন মহিলা সদস্যের সমন্বয়ে নতুন করে গঠিত ৭টি সিপিজি দলের বেসিক ট্রেনিং সম্পন্ন হয়েছে।
১৯ অক্টোবর ২০২০ইং (সোমবার) দুপুরে টেকনাফ বনরেঞ্জ কার্যালয়ের হলরুমে বনবিভাগ, সিএমসি এবং কোডেকের সার্বিক সহায়তায় টেকনাফ রেঞ্জাধীন কেরুনতলী, মোচনী, হ্নীলা, ঝিমংখালী, কাঞ্জরপাড়া, আলীখালী, রঙ্গিখালী, নাইট্যংপাড়া, মাঠপাড়া-জাহালিয়া, হাতিয়ারঘোনার সিপিজি দলের ২১৯জন নারী-পুরুষের বেসিক ট্রেনিং সম্পন্ন হয়েছে।
এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সিএমসি সভাপতি আলহাজ্ব শফিক মিয়া, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, এনজিও সংস্থা কোডেকের উপপ্রকল্প পরিচালক নারায়ণ চন্দ্র দাশসহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, মানানসই এই প্রশিক্ষণ বনজ সম্পদ রক্ষার স্বার্থে স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে নবগঠিত সিপিজি দল বনের সুরক্ষায় বিরাট ভূমিকা রাখবে। রক্ষিত এলাকা ব্যবস্থাপনা আইন ২০১৭ অনুযায়ী বন রক্ষা ও টহল জোরদার করার স্বার্থে সিপিজি দলসমূহ গঠন করা হয়েছে।
Discussion about this post