শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাব্বির হত্যাকারী ঘাতক ট্রাক চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও তেমুখী বাইপাস রোড দ্রুত চালুর দাবীতে যাত্রী অধিকার পরিষদের উদ্যোগে এক মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টায় শাবিপ্রবি প্রধান গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রায় ও যুগ্ম আহ্বায়ক এম মতিনের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, ব্যস্ততম এই রোডে ট্রাকের বেপরোয়া গতির কারণে এ রোডে সাধারণ মানুষের চলাচল প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। গত দুই মাসে কয়েকজন যাত্রী নিহত হয়েছে। তবুও এই রোডে ট্রাক চলাচল কোনো ধরণের নিষেধাজ্ঞা মানছে না।
যাত্রী অধিকার পরিষদের মানবন্ধনে বক্তারা তাদের দাবী দাওয়া তুলে ধরেন, ছাব্বির হত্যা সহ সকল সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী চালকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। রাত ১২ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ট্রাক চলাচলের সময়সূচী নির্ধারণ করতে হবে। উক্ত সময়ের বাইরে কোন অবস্থাতেই ট্রাক সিটির ভেতর দিয়ে চালানো যাবেনা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাওড় উন্নয়ন ও পরিবেশ বাদী ব্যত্ত্বিত কাস্মির রেজা, ব্যাংকার রাশেদ খান, অর্জুন চক্রবর্তী, মাহবুব নয়ন, ইশতিয়াক আহমেদ, শাবিপ্রবির ছাত্রলীগ নেতা মৃন্ময় দাস জোটন সহ অন্যান্য সদস্যবৃন্দ।