রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারীর অভিযোগে অন্তত ছয় জনকে আটক করেছে র্যাব- ৫। মঙ্গলবার রাজশাহী স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে।
রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে মামুনউর রশিদ সুমনকে (২৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, হেতেম খা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মেহদী হাসান শান্তকে (২৬) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, রাজশাহীর চারঘাট উপজেলার পরানপুর এলাকার মৃত বাবুলের ছেলে রকি হাসানকে (২২) দুই মাসের কারাদণ্ড, মহানগীর শিরোইল এলাকার আহসান হাবিব সানকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রামম্যাণ আদালত।
এছাড়া নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর এলাকার শাহবুল হোসেনের ছেলে সিহাবকে (১৪) ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে কোর্টে নিয়ে যাওয়া হয়। আর পুঠিয়ার উপজেলার খোকশা এলাকার আবদুস সোবহানের ছেলে এনামুল হককে (১৯) রাজশাহী রেলওয়ের জিআর থানায় হস্তান্তর করা হয়।
ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিট্রেট মামুনুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর এএসপি সজল।,