৭১ বাংলাদেশ ডেস্কঃড. কামালের কাছে পাঁচটি প্রশ্নের উত্তর চেয়েছেন,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রশ্নগুলো হলো, রাজবন্দীর সংজ্ঞা কী, কিভাবে তৈরী করা হবে সেই রাজবন্দীর তালিকা এবং কাদের কাদের নাম থাকবে সেই তালিকাই, রাজনৈতিক মামলার সংজ্ঞা কী, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুজে বের করার প্রক্রিয়া কি ও সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে, আর সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কী আইনের শাসন এবং গণতন্ত্রের সাথে যায়, বন্দুক হাতে যার তার কাছে কী বিচারিক ক্ষমতা দেওয়া যায়। শনিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ড. কামাল হোসেনের কাছে জানতে চেয়ে এসব প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আমার এ পাঁচটি প্রশ্নের সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিস্কার হবে বলে আশা করছি। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, জাসদ নেতা বশির উদ্দীন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমুখ।
Discussion about this post