৭১ বাংলাদেশ প্রতিনিধিঃগাজীপুরের মহানগরে চৌরাস্তার নাউজোর বডিফ্যাসান গার্মেন্টস এবং আই সি সি এল গার্মেন্টস এর সামনে বকেয়া বেতনের দাবীতে বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমীকরা ঢাকা- টাঙ্গাইল মহাসডক অবরোধ করে, এ সময় উক্ত এলাকা রনক্ষেত্রে পরিনত হয় সূত্র জানায় রাস্তায় দারিয়ে থাকা যানবাহন ভাংচুর করে শ্রমীকরা,ও সেখানে একজন সাংবাদিকদের ব্যবহৃত মটর বাইক ভাংচুর করে শ্রমীকরা, এবং দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার রিপোর্টার পুনম শাহরীয়ার ঋতু সংবাদ সংগ্রহ করার সময় মারাত্মক ভাবে আহত হয়