বিশেষ প্রতিনিধিঃঢাকা থেকে চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে এসব কিট এসে পৌঁছায় বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদ্প্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরীক্ষার বেশ কিছু কিট চট্টগ্রাম পৌঁছেছে।
তিনি বলেন, এখন থেকে চট্টগ্রামে করোনা পরীক্ষায় আর তেমন সমস্যা হবেনা।
এদিকে সোমবার পর্যন্ত কারও করোনাভাইরাসের মতো লক্ষণ দেখা গেলে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়।
এ পর্যন্ত চট্টগ্রাম থেকে ১২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে নমুনায় কারোই করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা হওয়ায় সাধারণ সর্দি-কাশি নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
এদিকে নভেল করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের সহায়তা হিসাবে ২০ হাজার টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণসহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম আসবে বৃহস্পতিবার।
মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছবে।
দূতাবাসের ফেইসবুক পাতায় এক পোস্টে বলা হয়, “চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিকেল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০০০ থার্মোমিটার।”
বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংক্রমণ পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।
ওই সময়ে ‘বন্ধুত্বমূলক সহায়তা’ হিসাবে চীনাদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেইস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং ৮ হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ।
Discussion about this post