বাংলাদেশের মধ্যে তৃতীয় লিংগের মানুষ নজরুল ইসলাম ঋতু প্রথম ইউপি চেয়াম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানালেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া।
ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবার পর বুধবার (১ ডিসেম্বর) সকালে ঋতু কালীগঞ্জ থানাতে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে কালীগঞ্জ থানার এসআই অশিকুজ্জামান এবং অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ওসি মাহফুজুর রহমান মিয়া জানান,কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের সন্তান নজরুল ইসলাম ঋতু বাংলাদেশের মধ্যে প্রথম নির্বাচিত ইউপি চেয়ারম্যান। এবারের নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ঋতু সব্বোর্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঋতুর এই অভাবনীয় সফলতার জন্য কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
Discussion about this post