সিলেট ৩-আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকে পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বাদ জুম্মা ২২০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে জাপার নেতৃবৃন্দ।
৩নং তেতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয়পার্টি সাবেক ভারপাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির প্রতি সিলেটের মানুষের আস্থা ও বিশ্বাস এখনো অটুট। জাতীয় পার্টির দূর্গ হচ্ছে সিলেট-৩ আসন। এ সংসদীয় আসনে জাতীয় পার্টির অবস্থান অনেক শক্তিশালী। আর এই আসনে অনেক অসহায় ও দুস্থ্য পরিবার রয়েছে। যাদের কথা চিন্তা করে আতিকুর রহমান আতিক প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। প্রতিদিনই আমরা দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে গরীব-দুস্থ মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আতিকুর রহমান আতিক মহামারি করোনা মোকাবিলায় প্রায় ৪৪ হাজার গরিব-দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির সিলেট জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রত্যাগর্ত প্রবাসী আওয়ামীলীগ ফোরাম বৃহত্তর সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান তালুকদার, সিলেট জেলা যুব সংহতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির বর্তমান আহব্বায়ক আক্তার হোসেন, ভুইয়া পাম্প সিএনজি শাখার সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফখর উদ্দিন, সেলিম আহমদ, জাহেদ আলম, উজ্জল আহমদ, হানিফ আলী, বাবলু মিয়া, ফখরুল ইসলাম, কাদির, ছাদ মিয়া, জুয়েল আহমদ, রাসেল আহমদ, সাজু মিয়া, আশরাফ, সুজন, জুয়েল, লাবু মিয়া, সুমন আহমদ, মুকিত মিয়া, নিজাম, মখন মিয়া, জলিল, শহিদ মিয়া প্রমুখ।