পুনম শাহরীয়ার ঋতু: ময়মনসিংহ ত্রিশালে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আরও দুজন গুরুত্বর আহত হয়েছেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলরে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভালুকা উপজেলার ফেরদ্দৌস আলম (৪০) ও জয়নাল আবেদিন (৩৯)। তারা প্রাইভেটকারযোগে ভালুকা থেকে সস্ত্রীক ময়মনসিংহে আসছিলেন। আহত দুজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসটি ত্রিশালের বৈলর নামক স্থানে পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন (৪৫) নামে প্রাইভেটকারের এক যাত্রী মারা যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে ফেরদ্দৌস আলম (৪০) নামে আরও একজন মারা যান।