মোঃইমরান হোসেনঃদক্ষিণ অঞ্চলে সব চেয়ে বড় মনসা পূঁজা যা বিগত ১৮ বছর ধরে এই পূঁজা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি আয়োজন করা হয় গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়ানের শিপাহী বাজর সংলগ্নে শ্রী শ্রী আচার্য্য গোবিন্দ গোস্বামী এর বাড়িতে । এখানে প্রতিবারের মত এবারো জম জমাট করে মনসা পূঁজার আয়োজন করা হয়েছে। পূঁজার নিরাপত্তার জন্য গলাচিপা থানার একাধি পুলিশ আনাহয়। এই পূঁজায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মো শাহীন শাহ্। শাহীন শাহ্ কে ফুল দিয়ে সম্মান প্রদস্নন করেন শ্রী শ্রী আচার্য্য গোবিন্দ গোস্বামী। এখানে বিষেশ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা টিওনো আরো ছিরেন পটুয়াখালী জেলা শাখার ছাত্রলীগ এর নেতা কর্মী। এই পূঁজার শুভ উৎবাদন করেন গলাচিপা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো শাহীন শাহ্। উপজেলা চেয়ারম্যান জনাব মো শাহীন শাহ্ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এর সপ্ন ছিলো জাতি ধর্ম বর্ণ নৃবিশেষে দেশের জন্য কাজ করার। এরি ধারাবাহিকতায় মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিকল্পনা মাথায় রেখে প্রতিটি ইউনিয়ানে কার্যক্রম শুরু করেন। তিনি আরো বলেন এই পূঁজায় অনেক খরচ হয় আমরা পরবর্তীতে পূঁজার জন্য আর্থিক সহযগিতা করার জন্য এমপি মহোদয় এর সাথে আলোচনা করোবো।