মহিনুল ইসলাম সুজনঃসব উপজেলায় ১০০দিনের কর্মসৃজন কর্মসুচী চালুকরণসহ দশ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি নীলফামারী জেলা শাখা। মঙ্গলবার(২৬শে ফেব্রুয়ারি)দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন সমিতির তারা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান।এর আগে শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে মানববন্ধর ও সমবেশে মিলিত হয়।এতে নীলফামারীর ক্ষেত মজুর সমিতির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সিপিবি জেলা কমিটির সদস্য নুরুজ্জামান জোয়ার্দার, কৃষক নেতা উদাস রায়, মাহবুব ইসলাম প্রমুখ।