বিশেষ প্রতিবেদকঃদক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে দাউদপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবি, সূচনা প্রকল্পের সহযোগিতায় ইউপি ও ইউপি স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, সচিব নজরুল ইসলাম, ইমাম আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য হীরা মিয়া, হেলাল উদ্দিন, মিসবাহ আহমদ টুনু, কামরুল ইসলাম, মালেকা বেগম, মনোওয়ারা বেগম, সাহিদা বেগম, শরিফ উদ্দিন লিটু প্রমুখ।
কর্মশালায় সূচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার শেখ তাওহিদা রহমান পুষ্টি বিষয়ে সূচনা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে ইউপি ও ইউপি স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করেন।
Discussion about this post