দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-শস্ত্রসহ মোঃ সোলেমান বাদশা (২২) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,ডাকাতি করার উদ্দেশ্যে উপজেলার কোরবানপুর এলাকায় সমবেত হয় ডাকাত দলের সদস্যরা।
সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক ডাকাতকে গ্রেফতার করে এবং ২টি চাকু, ৫টি লোহার রড ও ৫টি মুখোশ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সোলেমান বাদশা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মতিন ডাক্তারের বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।