ফেনীর দাগনভূঞায় সড়ক দূর্ঘটনায় সড়ক নির্মাণ কাজের সাথে জড়িত আবুল খায়ের (২৫) ও আজমীর হোসেন (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত ৮টার দিকে ফেনী-মাইজদী সড়কের দাগনভূঞা থানা সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আজমীর হোসেন দাগনভূঞাঁ উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে এবং আবুল খায়ের রামচন্দ্রপুর এলাকার ছায়েদ আলীর ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, রাত ৮টার দিকে দাগনভূঞা থানা সংলগ্ন স্থানে রাস্তা নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় নোয়াখালীর দিক থেকে ফেনীর দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক ( ফেনী ট ১১-০১৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে নির্মনাধীন ডিভাইডারের উপর উঠে যায়। এতে ওই ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুইজন শ্রমিক নিহত হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, খবর পেয়ে লাশ দুটো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post