বিশেষ প্রতিবেদকঃডি.পি.এস. সঞ্চয় স্কিমের নামে দিশা মাল্টিপারপাস ফাউন্ডেশনের গ্রাহকদের ২৭,৫৯,৫৬৯ টাকা আত্মসাতের নগরীর বন্দরথানাধীন পোর্ট কলোনী এলাকায় জামাল ফরাজির মালিকানাধীন দিশা মাল্টিপারপাস ফাউন্ডেশন আনুমানিক অর্ধ কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ওয়ার্ড মাষ্টার প্রতারণার স্বীকার কামরুল ইসলাম অভিযোগ করে বলেন “দিশা ফাউন্ডেশন” দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে ডিপিএস করার কথা বললে মাসিক ১,০০০/- (এক হাজার) টাকা চালু করি। সাথে আমার ভাই বোন, আত্মীয়-স্বজন সহ সর্বমোট ৩৫ জনের ডিপিএস করে প্রায় ৪ লক্ষ টাকা জমা প্রদান করি। অতপর মেয়াদান্তে দিশা ফাউন্ডেশনের কাছে জমাকৃত টাকা ফেরত চাহিলে দিবে বলে মাসের পর মাস প্রতিশ্রুতি দিয়ে আমাদের আস্বস্ত করে। প্রতিশ্রুতি মোতাবেক সময়ের পর অর্থ চাহিতে গেলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। জমা বই ছিনিয়ে নেয়। পরবর্তীতে কোন উপায় না দেখে আমি এবং আমার আত্মীয়-স্বজনদের কে নিয়ে কোর্টের ধারস্থ হয়ে মামলা দায়ের করি। যার মামলা নং- ১৯৭/১৮। মামলা দায়েরের পর আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করার চেষ্টা করছে প্রতিনিয়ত। উল্লেখ্য, চল্লিশ জন সদস্য থেকে ২৭,৫৯,৫৩৬/- টাকা আত্মসাতের পর প্রতারণার স্বীকার সদস্যরা প্রথমে বন্দর থানায় অভিযোগ করতে গেলে এখনো অভিযোগ গ্রহণ করে নাই। তারপর পুলিশ কমিশনার বরাবরে গত ১৪/০৭/২০১৮ইং তারিখে লিখিত অভিযোগ পেশ করি যাহার জমা স্মারক নং- ১৫৬৭১ ।মাননীয় প্রধানমন্ত্রির হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন গরীব অসহায় ভুক্তভোগীরা ।
তিনি সাংবাদিকদের আরো বলেন সর্বশেষ আদালতে মামলা করলে কোর্টের তদন্ত রিপোর্টে এ জালিয়াতির বিষয়টি প্রমানিত হয়। গরীব অসহায় মানুষের গণস্বাক্ষর সুংযুক্ত কপি ।