দেবিদ্বার প্রতিনিধিঃমুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারের ইউছুফপুরে আট শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ডা: জসিমউদ্দিন বৃত্তি ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংঘঠন ইউুফপুরের সাবেক চেয়ারম্যান ডা: জসিমউদ্দিন এর বাড়িতে এসব কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল আনোয়ার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার’র অর্থ-সম্পাদক সোহাগ মিয়ার সঞ্চলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম,দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান ভুইয়া,আওয়ামী লীগ নেতা মো.ছিদ্দিকুর রহমান আমিন,মাই টিভির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ডা: এনামুল হক।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা: জসিমউদ্দিন বৃত্তি ফাউন্ডেশন এর পরিচালক উপাধ্যক্ষ মো.মাজহারুল হক মামুন,ইউ পি সদস্য গোলাম মহিউদ্দিন,আবদুর রশিদ মেম্বার,সুলতান আহম্মদ সরকার,সাম মিয়া সরকার,সৈয়দ মোল্লা,সৌকত আলী প্রমুখ। পরে অতিথিবৃন্দ আট শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য,ডা: জসিম উদ্দিন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন,তাদের পরিবার বিভিন্ন সময় এলাকার অসহায় এবং দুস্থদের মাঝে সহযোগিতা করে আসছেন।
Discussion about this post