দোহাজারীতে ১ হাজার পরিবারকে ত্রাণ দিল আলী আকবর চট্টগ্রামের দোহাজারী উপজেলায় শঙ্খ নদীর পানিতে বন্যা প্লাবিত এলাকায় ১ হাজার পরিবাবের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেভেন সীজ গ্রুপের চেয়ারম্যান মোঃ আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক বাবার আলী ইনু, লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিম, জনপ্রতিনিধি শাহ আলম, জাহাঙ্গীর দোহা, দেলোয়ার হোসেন, আমির হোসেন প্রমুখ। ত্রাণ বিতরণ কালে মানবতার ফেরিওয়ালা মো. আলী আকবর বলেন, ‘মানবতার সেবায় কাজ করাই হচ্ছে ইবাদত। এ কাজে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।