নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সরকারি বাসভবনে তাঁর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে ইসরাফিল আলম মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত এই আসনের মনোনয়ন ফরম গ্রহণ ও জমা নেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ৩৪ জন প্রার্থী ফরম গ্রহণ করেন।
মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে প্রার্থী, নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের মধ্যে গত কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা ছিল। কে হচ্ছেন নৌকার প্রার্থী? এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই উত্তেজনার অবসান ঘটলো।