নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার শাহাগোলা গ্রামের হিরো প্রামানিক এর ছেলে রাজু (৩০) ও উপজেলার নওদুলী গ্রামের অনীল প্রামাণিকের ছেলে অসিত কুমার (৩৭)।
রবিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে রাজু প্রামাণিক নামে এক মাদক কারবারি উপজেলার চৌরবাড়ি এলাকায় মাদকসহ অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্তে এসআই মোস্তাফিজুর ও এসআই প্রদীপ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। অপরদিকে এস আই সালাউদ্দিন উপজেলার নওদুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ অসিত কুমারকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।