নওগাঁ জোলা প্রতিনিধিঃনওগাঁর আত্রাই বান্দািখাড়াতে শনিবার বান্দাইখাড়া ভিক্টরী কালচারাল স্পোটিং ক্লাবের উদ্দ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। উপজেলা সদর হতে বান্দাইখাড়া রাস্তায় নন্দনালী বান্দাইখাড়ার মাঝখানে সরদারপাড়ার শেষ মাথায় বেশকিছু মেহগনি গাছের চারা লাগানো হয়।
গাছ লাগান পরিবেশ বাচাঁন শ্লোগানকে সামনে রেখে এ কর্মসুচি পালন করা হয়। এ সময় ভিক্টরী কালচারাল স্পোটিং ক্লাবের উপদেষ্টা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রী শিশির সাহা, হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম শাহরিয়ার সেতু,ওয়ার্ড যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী জিল্লুর রহমান , তারেক,সজিব, শুভ, নির্জন, তৌকির,মাসুম, রিজভিসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেক্ষ্য ভিক্টরী কালচারাল স্পোটিং ক্লাব নিজস্ব অর্থায়নে শিতকালে কম্বল বিতরন, করোনায় জীবানুনাশক স্প্রে, মাস্ক বিতরন, বর্ষার সময় ত্রান বিতরন করেছে। ভিক্টরী কালচারাল স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রনিকুজ্জামান রনি বলেন ভিক্টরী কালচারাল স্পোটিং ক্লাব মানুষের সেবা করে আসছে সামাজিক কর্মকান্ডের অংশ হিসাবে আমাদের এসব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।