অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে সড়ক ভ্যানের চাপায় তিন বছরের শিশু হাবিবের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের পাশে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা মিজানুর রহমান ও মা রতনা ভ্যানে যোগে আত্রাই উপজেলা সদরে আসছিলেন শিশু হাবিবকে সাথে নিয়ে। এ সময় মা রতনার কোলে বসে ছিল হাবিব। উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন পাশে আমতলীর মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগে। এতে মায়ের কোল থেকে হাবিব রাস্তায় ছিটকে পরে যায়। এ সময় হাবিরের শরীরের উপর দিয়ে ভ্যান চলে যাওয়ায় গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
Discussion about this post