১৬ অক্টোবর ২০১৮ নওগাঁর মহাদেবপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি,সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি “পেইভ হারমোনি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারি খাইরুল ইসলাম, খোরশেদ আলম এবং এলাকা সমন্বয়কারি আসির উদ্দীনের পরিচালনায় এবং পিস প্রেসার গ্রুপ মহাদেবপুরের অ্যাম্বাসেডর আমজাদ হোসেন মাস্টার এবং আক্কাস আলীর আয়োজনে স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদানকারি একদল মানুষকে সংগঠিত ও অনুপ্রাণীত করার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শান্তি সম্প্রীতি, বৈচিত্র্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অভিপ্রায়ে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালা শেষে মাসুদ রানাকে সমন্বয়কারি এবং আমজাদ হোসেন, তছলিম উদ্দিন, সেলিনা আক্তার, সুলতানা পারভীনকে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। ইউনিয়ন পিস ফ্যাসিলিটেটরগন এখানকার প্রতিটি ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কর্মশালা আয়োজন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গুলোতে পিস ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেন।