অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ সোমবার দিনগত রাতে শহরের চকবাড়িয়া ও বিহারী কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল ১৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেই সঙ্গে নারী মাদক বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ডিবি জানায়, সোমবার রাত ৮টার দিকে চকবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোছাঃ মাসুদা বেগম ওরফে নীহার (৩৩) কে ১৪ গ্রাম হেরোইনসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত নীহার ওই মহল্লার মোঃ সবুর হোসেনের স্ত্রী। রাত ১০টায় পৃথক অভিযানে বিহারী কলোনী থেকে শামীম আনছারী (৩২) নামে আরেক মাদক বিক্রেতাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। শামীম ওই মহল্লার মৃত নূর মোহাম্মদের পুত্র। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post