অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃআসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নওগাঁ-৫ আসনে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নৌকার পক্ষে পথ সভা গুলো জনসভায় পরিণত হচ্ছে যেইদিকে যায় ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন সেই দিকে জনতার ঢল পড়ে। তাই দেখে অন্য প্রার্থী গুলো দিশেহারা হয়ে ওঠে মানুষের মুখে মুখে নৌকার পক্ষে কথা শুনা যাচ্ছে। স্হানীয় অনেক নেতা কর্মী বক্তব্য পাওয়া গেছে এই বিষয় নিয়ে আলাপ কালে নওগাঁ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায় বলছেন আওয়ামীলীগ সরকারের কাছে সব মানুষ,সব কিছু সমান ভাবে ভোগ করে চলে তাই দেখে বিএনপিরা পাগল হয়ে ওঠে। বিএনপি লুটেপুটে খাওয়ার জন্য পাগল হয়েছে। তাই দেশের জনগণ তাদেরকে প্রত্যাক্ষান করেছে এখন আর সেই সুযোগ নাই দেশের মানুষ এখন সচেতন হয়েছে। এই বিষয় নিয়ে আলাপ কালে নওগাঁ জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক রায়হান মন্ডল বলেন বিএনপি জামাতের কাছে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশের মানুষ জানে তাদের কর্ম কান্ড। অবশ্য কিছু দিন আগে নওগাঁ পত্নীতলা আওয়ামীলীগের সভাপতি কে তারা হত্যা করেছে তাদের এই সব কাজ নওগাঁ সহ দেশের মানুষ জানে। ইনশাআল্লাহ ৩০ তারিখ জয়ের মধ্যেমে বুজিয়ে দেওয়া হবে। এখন নৌকার মিটিং বা পথ সভা বললেই নিজের টাকা খরছ করে চলে আসে আর মানুষ ধানের শীষ প্রতীক বললে টাকা দিয়ে ও মানুষ খুজেও পাচ্ছে না। তার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি।