৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশীপ গলির মুখে রাস্তার উপর থেকে মোঃ হাসান (২৬) নামে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বোস্তামী থানা পুলিশ। এসময় বন্দুক, কার্তুজ ও ইয়াবাও উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ২৯ আগস্ট সকাল ৫:২৫ মিনিটে এসআই গোলাম মোঃ নাসিম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশীপ গলির মুখে রাস্তার উপর থেকে ছিনতাইকারী মোঃ হাসানকে গ্রেফতার করে।
সূত্র জানায় এসময় তার হেফাজত হতে ১টি একনলা বন্দুক, ১টি কার্তুজ ও ৫০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাসানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।
এই ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।