৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্রগ্রাম নগরির ৯ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্ত ফিরোজশাহ কলোনিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কথা বলায় চার যুবক কে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা ।১লা এপ্রিল রাত ১ টা ৩০ মিনিটে দিকে ফিরোজশাহ কলোনির কবরস্থান লাইন স্বপনের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয়েছেন মোঃ ইয়াছিন , মোঃ রাসেল,মোঃ সাজিদ, মোঃ তাসলিম মোঃ ।জানাগেছে আহতরা চটগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।আহাত মোঃ ইয়াছিন ধারাস্ত হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মোঃ ইয়াছিন দৈনিক ৭১ বাংলাদেশ কে জানান অত্র এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় আমাদের চার জনকে কুপিয়ে জখম করে পরে আকবরশাহ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে আমাদের কে উদ্ধার করেন এবং তিনজনকে আটক করেছেন ।
আহাত বাদি মোঃ ইয়াছিন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন ,কালাম ,কাসেম,আজিম ,নিজাম ,আনুনি আজিম, সহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে ।ইতিমধ্যে আটককৃ্তদের মধ্যে ৩ জন জামিন নিয়ে মুক্তি পেয়েছে । অন্যদিকে আকবরশাহ থানার এস আই ফখরুল ঘটনা সত্যতা স্বীকার করেছেন ।