মহানগরের চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসায় জামায়াত-শিবিরের ‘গোপন বৈঠকের’ খবরে অভিযান চালিয়েছে পুলিশ। আভিযানে জামায়াত-শিবির সন্দেহে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রোববার (২৯ জু্লাই) রাত ১১টার দিকে এ অভিযান শুরু হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন।
তিনি বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। তবে জামায়াতের শীর্ষস্থানীয় কাউকে পাওয়া যায়নি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জড়িত না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।
চকবাজার থানা সূত্রে জানা যায়, রাত ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা অধিকাংশ দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।
এসএম মোস্তাইন হোসাইন বলেন, যাচাই বাছাই শেষে আটক ১৮ জন সবাইকে রাত ১টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের মধ্যে শিবিরের কাউকে পাইনি।
Discussion about this post