বিশেষ প্রতিনিধিঃনগরীর খাতুনগঞ্জে পান-সুপারির আড়তে ১২ টন আদা মজুদ করায় চার আমদানি কারক কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
চার আড়তদার মুলত একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে এসব আদা মায়ানমার থেকে আমদানি করেন।বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, পান সুপারির আড়তে ১২ টন আদা মজুদ করা হয়। মোট ৮৮ বস্তায় রাখা এসব আদা বেশি দামে বিক্রির জন্যই মজুদ করা হয়। মজুদকৃত এসব আদা তাৎক্ষণিক বের করে চার আড়তদারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আদাগুলো ১২০ টাকা কেজি ধরে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসন জানায়, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা খাতুনগঞ্জে সক্রিয় হয়ে উঠে। তাই সেনাবাহিনীকে সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি ।