৭১ বাংলাদেশ ডেস্কঃবৃহষ্পতিবার বিকেলে নগরীর এম এ আজিজ ষ্টেডিয়াম চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যক্রম উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান সাবেক সচিব যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম। বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রশিদুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার বিজয় নিশ্চিত করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধের বিজয়মেলার সফলতা কামনা করেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিজয় মেলাকে সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য বিজয় মেলা পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব কমান্ডার মোজাফফর আহমদ, যুগ্ম মহাসচিব কমান্ডার সাহাব উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম কে ফরহাদ হোসেন, আবদুল হক, বীরমুুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, শেখ মাহমুদ ইসহাক,আবু সাইদ সরদার, মো. ইদ্রিস, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ও হাজী বেলাল আহমদ সহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা। এর পূর্বে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে মুক্তিযোদ্ধাদের একটি র্যালী বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান রশিদুল আলম ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর নেতৃত্বে একটি র্যালী বিজয় মেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।
Discussion about this post