বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরে যুবলীগ ক্যাডার নুরুল মোস্তফা টিনুকে র্যাব সদস্যরা আটক করেছে।
রোববার রাতে নগরের শুলবহর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৭ চট্টগ্রামের উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান।
রোববার দিবাগত রাত সোয়া ১২টায় তিনি বলেন, টিনুকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান চলছে।
র্যাব সদস্যরা তার বাসায় তল্লাশি চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চকবাজার এলাকা ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সি-টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেন টিনু এমন অভিযোগ রয়েছে। টিনুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জমি দখল ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগও রয়েছে ।