মহানগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আরাফাতুল ইসলামকে (২০) ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) স্থানীয় ব্রিজঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আরাফাতের প্যান্টের পকেট তল্লাশি করে দুটি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
তিনি বলেন, আরাফাতের বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই চট্টগ্রামে আসেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।