৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর হালিশহর থানা শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সবুজবাগ রাস্তার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জহির উদ্দিন (৪৮), মো. জাহাঙ্গীর (৪০), আব্দুস সালাম (৩৮), মাসুদুর রহমান (৩৫), মো. আবু তাহের (৩৫), মো. হানিফ (৩৪), মো. জাবেদ হোসেন (৩৩), মো. আলতাফ হোসেন (৩৩), মো. বখতিয়ার হোসেন (৩১),মো. কিবরিয়া (৩০), মো. বাদশা (৩০), নুরুল করিম (৩০), মো. কামরুল ইসলাম (২৯), মো. ফারুক (২৯), মো. তোফাইল (২৭), মো. রবিন (২৭), মো. হাসান (২৭), মো. ফয়সাল (২৪) ও মো. সোহাগ (২৪) । তারা সকলে হালিশহর বিভিন্ন এলাকায় বসবাস করেন।
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সবুজবাগ রাস্তার পাশে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে ।
Discussion about this post