চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান পূবালী মাঠ এলাকায় গাজা সহ শিবলু নামের এক মাদক ব্যাবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট তুলে দেয় আমবাগানে বসবাসরত এলাকাবাসী ।
সূূূূত্র জানায়, আমবাগান পশ্চিমপাশ রেললাইন সংলগ্ন ঢাকার লেইন বস্তিতে দীর্ঘদিন যাবত মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছিলো শিবলু।
২ জুন (শুক্রবার) আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় শিবলু আমবাগান পূবালী মাঠ সংলগ্ন মোড়ে আসলে তার গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর। তাকে ধরার চেস্টা করলে তার সাথে থাকা ২জন পালিয়ে গেলেও গাজা সহ শিবলু এলাকাবাসীর নিকট আটক হয় এবং তাকে গণপিটুনি শুরু করে এলাকাবাসি ।
৯৯৯ এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবলুকে আটক করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব আহমেদ বলেন, ‘আমবাগান পূবালী মাঠের সমাজ কল্যাণ মোড়ে মাগরিবের নামাজের সময় গাঁজাসহ তিনজনকে কাছে পেয়ে মারধর করছিলেন এলাকাবাসী।
ঘটনাস্থল থেকে কেউ বিষয়টি জানিয়ে ৯৯৯- এ ফোন করলে আমরা থানা থেকে ফোর্স পাঠাই।
পরে শিবলু নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় শিবলুর সাথে থাকা অপর দু’জন পালিয়ে গেছে বলে জেনেছি।বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের গ্রেফতার করা হবে।