বিশেষ প্রতিনিধিঃনগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামরুল ইসলাম প্রকাশ কামরুল হোসেন (২১) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, ১৬ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই ইমাম হোসেন, এএসআই জুয়েল কান্দি সিকদার, এএসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালায়। এসময় ১২ বোতল ফেন্সিডিলসহ কামরুলকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত কামরুলেত বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।