বিশেষ প্রতিনিধিঃচকবাজার অলি খাঁ মসজিদের পাশে আগুনে ভস্মীভূত হল একটি টং দোকান।
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল সাড়ে ৮:৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, টং দোকানটিতে সিলিন্ডার গ্যাস দিয়ে চা বানাতে গিয়ে চুলা থেকে আগুন লেগে যায়। এতে দোকানটি পুড়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, যানজটপ্রবণ এলাকা চকবাজারে সড়কের পাশে, ফুটপাতে গড়ে ওঠা টং দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস দিয়ে চা-নাস্তা বানিয়ে বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে।।